Phrase and Clause in Bangla । বাংলায় Phrase and Clause সম্পর্কে বিস্তারিত জানুন

No comments :

The Phrase and Clause


Grammar-এর প্রথম এবং প্রধান উদ্দেশ্য হল সঠিক সুন্দর sentence গঠন করা। আর এই সঠিক সুন্দর sentence -এর বিভিন্ন অত্যাবশ্যকীয় উপাদানসমূহের মধ্যে phrase clause -এর গুরুত্ব অপরিসীম।
A. The Phrase 
চমৎকার কৌশলে Phrase শিখ
I saw the fox.

S = I
V = saw
O = the fox

S=subject , v=verb , o=object
উপরের বাক্যটিতে verb হল saw যার পরবর্তী সবটুকু অংশ হল object কিন্তু এর পরে মাত্র একটি noun আছে তা হল fox এটিই হল object. এবার নিচের বাক্যটি পড়
I saw the fox without a tail.
S = I
V = saw
O = the fox without a tail

এই বাক্যটিতে subject এবং verb আগের মতই, শুধু objectটি ভিন্ন। object এর স্থানে একটি noun (fox)-এর পরিবর্তে একাধিক word ব্যবহৃত হয়েছে যাদের মধ্যে noun, adjective, preposition আছে। কিন্তু সবচেয়ে মজার জিনিস হল এই যে, সবগুলো word মিলে বাক্যে object হিসেবে ব্যবহৃত হয়েছে অথাৎ, একটি মাত্র element বা part of speech হিসেবে কাজ করেছে। আরও লক্ষ্য করার বিষয় হল এই group of words বা শব্দগুচ্ছের মধ্যে কোন finite verb বা সমাপিকা ক্রিয়া নেই। আর ক্রিয়া নেই বলে শব্দগুচ্ছের আলাদা ভাবে কোন বাক্য গঠন করার ক্ষমতা নেই। এই group of words কে কি বলে জান? এটিই হল phrase বা শব্দ গুচ্ছ। তাহলে, সংজ্ঞা পাচ্ছি --
Definition : A phrase is a group of words which has no subject and finite verb and acts as a small element of a sentence.
(Phrase হল একটি শব্দসমষ্টি যার কোন সমাপিকা ক্রিয়া এবং subject নেই এবং বাক্যে একটিমাত্র উপাদান হিসেবে কাজ করে।)

লক্ষ্য কর, আমরা বলেছি যে phrase একটি মাত্র part of speech এর মত কাজ করে। উপরের example এর phraseটি noun হিসেবে কাজ করেছে (কারণ object হিসেবে কাজ করেছে) Part of speech এর অন্যান্য গুলো হল pronoun, adjective, verb adverb, preposition, conjunction, interjection .
এদের মধ্যে pronoun ছাড়া phrase অন্য যে কোনটির মত কাজ করতে পারে।ফলে noun phrase, adjective phrase, adverbial phrase আমরা ইত্যাদি পাই।

Noun Phrase


Examples :
To take exercise is good for health.
Sub = To take exercise

I like to take tea in the afternoon.
S = I
V = like
O = to take tea


Reading novels is not a bad habit.
Sub = Reading novels

The probability of rain is much.
Sub = The probability of rain

My taking exercise motivates him to take exercise.
Sub = My taking exercise

We were sorry at his being kicked out
Object to preposition “at” = his being kicked out

তাহলে শিখলাম Noun phrase কোন একটি noun এর কাজ করে।
বাক্যে subject, object, complement রূপে ব্যবহৃত হয়।


Adjective Phrase

Examples :
(i) He is a friendly man. (friendly = adjective)
(ii) He is a man of a friendly nature.
Adjective phrase = of a friendly nature

He is a good man. (good= adjective)
He is a man of good taste.
Adjective phrase = of good taste

 He seems to be idle (তাকে অলস মনে হয় এখানে idle হল adjective)
He seems to be one of idle nature.
Adjective phrase = of idle nature.
তাহলে আমরা দেখলাম যে , Adjective phrase ঠিক একটি মাত্র Adjective এর কাজ করে।

Adverbial Phrase

Examples:
The horse runs fast. (fast = adverb) frea .
The horse runs at a great speed.
Adverbial phrase = at a great speed

He came hurriedly (তড়িঘড়ি). (hurriedly=adverb)
He came in a hurry.
Adverbial phrase = in a hurry.

বাক্যগুলিতে adverb and adverbial phrase  ব্যবহৃত হয়েছে

Prepositional Phrase

Examples :
He sacrificed (উৎসর্গ করেছিল) his life for his country. (for = preposition)
কিন্তু
He sacrificed his life for the sake of his country.
Prepositional phrase = for the sake of

I could not go to school for illness. (for=preposition)
কিন্তু
I could not go to school on account of illness.
Prepositional phrase = on account of

বাক্য দুটিতে preposition and prepositional phrase ব্যবহৃত হয়েছে।

Conjunctional Phrase

Examples :
Work hard.
You can succeed.
এই দুটি বাক্যকে যুক্ত করতে হবে। আমরা জানি যে, দুটি ভিন্ন বাক্যকে যুক্ত করতে হলে যে word টির দরকার তাকে বলে conjunction. কিন্তু কোন phrase (একের অধিক word) দিয়ে যদি সেই কাজ করা হয় তাহলে তাকে বলে conjunctional phrase. তাহলে উপরের বাক্য দুটিতে conjunctional phrase দিয়ে যুক্ত করে পাই

Work hard in order that you can succeed.
in order that(যাতে , যেন) =conjunctional phrase

more examples …
We started.
It began to rain just (ঠিক) a moment ago (এক মুহুর্ত আগে) .
No sooner had we started than it began to rain.

Interjectional Phrase

Hurrah! We have won the game.
Alas! He is dead.
Ah! The bird is very fine.

কিন্তু নিচের sentence গুলো পড়
What a pleasure! we have won the game.
Interjectional phrase = What a pleasure!
What a pity! He is dead.
Interjectional phrase = What a pity!

What a pleasure! The bird is very fine.
Interjectional phrase = What a pleasure!
বাক্যগুলিতে interjectional phrase  এবং interjection  ব্যবহৃত হয়েছে।

বাক্য গুলোর phrase গুলোতে একের অধিক word আছে যাদের মধ্যে কোন finite verb  নাই।

B.     The Clause

অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা clause শিখব।
নিচের বাক্য দুটি পড়ঃ

a. I saw a boy.
b. He was crying.
উভয়ই আলাদা আলাদা বাক্য।
কিন্তু বাক্য দুটি যদি যুক্ত করে নিচের মত করে লিখি
I saw a boy who was crying.
বাক্য দুটি একটি বাক্যে পরিণত হয়েছে।

clause এর বৈশিষ্ট্য।
b বাক্যটির কি বৈশিষ্ট্য ছিল?
বাক্যটিতে একটি Subject (He) এবং
একটি Predicate verb (was crying) ছিল
(a+b) বাক্যটিতে এই element গুলো আছে কিন্তু তবুও (a+b) বাক্যের who was crying-কে আমরা বাক্য বলতে পারি না। কারণ এক্ষেত্রে বাক্যটি অন্য একটি বাক্যের অংশবিশেষে পরিণত হয়েছে। তাহলে clause এর বৈশিষ্ট্য হল এই যে, এতে
(i)     একটি subject থাকবে
(ii)    একটি verb থাকবে, এবং তা
(iii)   একটি বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হবে।
তাহলে বলা যায় যে, যে কোন clause তার জীবনের প্রথম পর্যায়ে একটি পূর্ণাঙ্গ বাক্য ছিল। কিন্তু অপর একটি sentence এর আক্রমণে সে তার স্বাধীনতা হারিয়ে আক্রমণকারী বাক্যের একটি অংশে পরিণত হয়েছে।

Definition : A clause ia a part of a sentence and has a subject and a verb of its own.
(clause হল বাক্যের একটি অংশ যার একটি subject একটি verb রয়েছে।)

No comments :

Popular posts